সর্বশেষ

তিন ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ইউজিসির সতর্কতা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০০:৫৭
তিন ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ইউজিসির সতর্কতা

বাংলাদেশে তিনটি ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার তথ্য পেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করেছে ইউজিসি, কারণ এগুলোর কোনো সরকারি অনুমোদন নেই এবং এদের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ।

 

ভুয়া বিশ্ববিদ্যালয় তিনটি হলো আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি (USA), ট্রিনিটি ইউনিভার্সিটি (USA), এবং স্পিরিচুয়াল ইনস্টিটিউট অব নিউইয়র্ক (স্টেট ইউনিভার্সিটি অব)। ইউজিসি জানিয়েছে, সরকারের কোনো সংস্থা বা কমিশন থেকে এসব বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়নি।

 

সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এই দুই বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর সনদ যাচাইয়ের জন্য ইউজিসিতে আবেদন করে। সনদ যাচাইয়ের সময়ই ইউজিসি জানতে পারে, দেশে এসব ভুয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস চালু রয়েছে। কমিশনের তালিকায় এসব প্রতিষ্ঠানের কোনো প্রকল্প প্রস্তাবও নেই।

 

ইউজিসি আরও জানায়, বিভিন্ন গণমাধ্যমে অনুমোদনবিহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস, টিউটরিয়াল সেন্টার ও স্টাডি সেন্টার পরিচালনার খবর পাওয়া যাচ্ছে। এসব প্রতিষ্ঠান ব্যাচেলর, মাস্টার্স, এমবিএ, এমপিএইচ, এমফিল ও পিএইচডি ডিগ্রি দিচ্ছে, যা আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ।

 

এইসব অননুমোদিত প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিক্ষার্থীরা অর্থের বিনিময়ে সনদ নিচ্ছেন, যা ভবিষ্যতে তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। অনেকেই এসব চক্রের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন, এবং তাদের শিক্ষাগত ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

ইউজিসি বলেছে, এসব ভুয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। এজন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছে।

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে সেটি ইউজিসি অনুমোদিত কি না। একইসঙ্গে অভিভাবকদেরও সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

এই সতর্কতা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা ভবিষ্যতের ক্যারিয়ার যেন প্রতারণার শিকার না হয়, সেজন্য সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে জরুরি।

সব খবর

আরও পড়ুন

‘ঘৃণার প্রতীক’ পাকিস্তানের পতাকা আঁকা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

বাগবিতণ্ডা, পতাকা মুছে ফেলা, সাংবাদিক হেনস্তা ‘ঘৃণার প্রতীক’ পাকিস্তানের পতাকা আঁকা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

দেশের ৪২% জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণীর নিচে

ঝরে পড়া ও দারিদ্র্য দেশের ৪২% জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণীর নিচে

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ঠেকাতে বদলির ঝড়

তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ঠেকাতে বদলির ঝড়

সরকারি প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পরীক্ষার হলে বিশৃঙ্খলা

শাস্তির হুমকি সরকারের সরকারি প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পরীক্ষার হলে বিশৃঙ্খলা

দেশের অধিকাংশ সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত

আন্দোলনে শিক্ষকরা দেশের অধিকাংশ সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত

দেশে সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ

সহকারী শিক্ষকদের টানা কর্মবিরতি দেশে সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ

ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে উত্তেজনা

চাঁদা নিয়ে দ্বন্দ্ব ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে উত্তেজনা

প্রাথমিক পেরোনো শিক্ষার্থীর অর্ধেকও পৌঁছায় না দশম শ্রেণিতে

পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের জরিপ প্রাথমিক পেরোনো শিক্ষার্থীর অর্ধেকও পৌঁছায় না দশম শ্রেণিতে