সর্বশেষ

শিক্ষায় ‘গলদ’ না অন্য কিছু?

২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১৫:৩৮
২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর এক উত্তাল সমালোচনা ও প্রশ্ন উঠেছে কেন ফলাফলের গ্রাফ এতটা নিম্নমুখী? দুই দশকের মধ্যে প্রথমবার এইচএসসিতে পাসের হার নেমেছে এত নিচে। ২০০৫ সালে পাসের হার ছিল ৫৯ দশমিক ১৬ শতাংশ। তখন থেকেই প্রায় প্রতিবার পাসের হার কিছুটা ওঠানামা করলেও সাধারণভাবে তুলনামূলকভাবে ভালো ছিল। কিন্তু এবারে তা ৫৭ দশমিক ১২ শতাংশে নেমেছে অর্থাৎ পরীক্ষার্থীর প্রায় ৪৩ শতাংশই পাস করতে পারেনি। এছাড়া জিপিএ–৫ প্রাপ্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে, শতভাগ পাস করা প্রতিষ্ঠান সংখ্যা হঠাৎ সংকুচিত হয়েছে, এবং একাধিক কলেজ থেকে কেউই পাস করেনি। এইসব তথ্য দেখে বোঝা যায় শিক্ষা ব্যবস্থায় কোথাও একটা গলদ আছে, সেটি সহজভাবে উপেক্ষা করা যাচ্ছে না।

 

ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের নোটিশ বোর্ডে শিক্ষার্থীরা রোল নম্বর খুঁজছেন

 

এই বছরের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন পাস করেন। ফলে গড় পাসের হার দাঁড়ায় ৫৭.১২ শতাংশ, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ পয়েন্ট কম।
 

জিপিএ–৫ প্রাপ্তির দিক থেকেও ফল খারাপ। গত বছর ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন পেয়েছিলেন, এ বছর মাত্র ৬৩ হাজার ২১৯ জন। অর্থাৎ মাত্র অর্ধেকেরও কম।

 

শতভাগ পাস করা প্রতিষ্ঠান ছিল ১,৩৮৮টি, যা বর্তমানে নেমে এসেছে মাত্র ৩৪৫–এ। অন্যদিকে, গত বছর যেখানে ৬৫টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০২। এসব তথ্য ঘোষণা করেন ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর খন্দোকার এহসানুল কবির।

 

তিনি সংবাদ সম্মেলনে বলেন, “আমরা কাউকে ছক বেঁধে দিইনি, কোনো ওভারমার্কিং করার নির্দেশই নেই। প্রশ্নোত্তর মূল্যায়ন সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়ম মোতাবেক করা হয়েছে। তবে, এই যে প্রায় অর্ধেক শিক্ষার্থী পাস করল না এই হিসেব আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। গলদ আছে, অবশ্যই গলদ আছে।”

 

শিক্ষা উপদেষ্টা একটি বিজ্ঞপ্তিতে লেখেন, “পাশের হার এবং জিপিএ–৫–এর কম হওয়া বিস্ময়কর নয় কারণ শেখার ঘাটতি শুরু হয় খুব সূচনা থেকেই; কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে সেই ঘাটতিকে আড়াল করার সংস্কৃতি গড়ে তুলেছি। পাসের হারই সাফল্যের প্রতীক বানিয়ে তুলেছি, জিপিএ–৫–এর সংখ্যা তৃপ্তির মানদণ্ড, ফলেই মূল সমস্যাগুলি লুকিয়ে ছিল।”

 

বোর্ডভিত্তিক চিত্র

 

কুমিল্লা বোর্ডঃ সর্বনিম্ন পাস

 

কুমিল্লা বোর্ডের অধীন ৪৫৫টি প্রতিষ্ঠান থেকে ৯৯,৫৭৬ জন পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে উত্তীর্ণ হন ৪৮,৬৫৭ জন। পাসের হার দাঁড়ায় মাত্র ৪৮.৮৬ শতাংশ।
জিপিএ–৫ প্রাপ্তি: ২,৭০৭ জন, যার মধ্যে মেয়েরা ১,৭৪৯ জন। মেয়েরা এই পাসের হার ও জিপিএ–৫–এ ছেলেদের তুলনায় এগিয়ে।
 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

 

কর্মকর্তারা বলছেন, ইংরেজি, উচ্চতর গণিতসহ কয়েকটি বিষয় পড়াশোনায় দুর্বলতা, শিক্ষকের অভাব ও অনুপস্থিতি এসব বোর্ডে ফলের অবনতির পেছনে বড় কারণ।

 

ময়মনসিংহ বোর্ড

 

এই বোর্ডে পাসের হার ৫১.৫৪ শতাংশ, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। ১৫টি কলেজ এমন, যেখানকার কেউই পাস করতে পারেনি। এই রকম কলেজগুলোর শিক্ষার্থী সংখ্যা কম হলেও, এরকম ঘটনা মারাত্মক শিক্ষা সংকেত বলে মুল্যায়ন করছেন বিশ্লেষকরা।

 

এইচএসসির ফলাফল ঘোষণার পর ময়মনসিংহ নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

 

সিলেট বোর্ড

 

পাশের হার ৫১.৮৬ শতাংশ, যা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন। জিপিএ–৫ পেয়েছেন ১,৬০২ জন।
 

সিলেট শিক্ষাবোর্ড

 

মেয়েরা আবার এগিয়ে পাসের হার ও জিপিএ–৫–এ বেশি সংখ্যায়।
বিভিন্ন বিভাগে ফলাফল:

  • বিজ্ঞান বিভাগে পাস হয়েছে ৭৫.৯৫ শতাংশ
  • মানবিক বিভাগে মাত্র ৪৫.৫৯ শতাংশ

এই বোর্ডে চারটি কলেজ এমন, যেখানে একজনও পাস করেনি।

 

রাজশাহী বোর্ড

 

পাশের হার কমেছে প্রায় ২১.৮৪ শতাংশ, দাঁড়িয়েছে ৫৯.৪০ শতাংশ। মানবিক বিভাগের ছেলেদের পাস হার মাত্র ৪১.৫১ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ১০,১৩৭ জন, যার অধিকাংশই মেয়ে।

 

রাজশাহী কলেজে এইচএসসি পাস করা শিক্ষার্থীদের উচ্ছ্বাস


এক বিষয়ে অকৃতকার্য ছাত্রসংখ্যা বেড়েছে, ১৭টি কলেজ থেকে কেউ পাস করেনি। বিশ্লেষকরা বলছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় অনিয়ম, বিশেষ করে গ্রাম অঞ্চলে অবকাঠামোগত দুর্বলতা এ বোর্ডে ফলকে প্রভাব ফেলেছে।

 

দিনাজপুর বোর্ড

 

পাশের হার ৫৭.৪৯ শতাংশ, যা গত ছয় বছরের মধ্য সর্বনিম্ন। প্রতিষ্ঠান সংখ্যা ৬৬৬, পরীক্ষার্থী ১,০৫,৮৯১। পাস করেছেন ৬০,৮৮২ জন, অকৃতকার্যে পড়েছেন ৪৫,০০৯ জন। ৪৩টি কলেজ, যেখানকার কেউই পাস করেনি এটি প্রকাশ করে শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার উঠে পড়ার দুই ধরনের সংকট।

 

দিনাজপুর শিক্ষাবোর্ড

 

অন্য বোর্ড

 

ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২%, বরিশালে ৬২.৫৭%, চট্টগ্রামে ৫২.৫৭%, যশোর ৫০.২০%। মাদ্রাসা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি ৭৫.৬১%, কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৬৭%।

 

কারণ ও বিশ্লেষণ

 

শিক্ষা সংশ্লিষ্টদের পর্যবেক্ষণ ও মতামতের ভিত্তিতে এই দুর্যোগের যেসব কারণ চিহ্নিত করা যাচ্ছে তারমধ্যে অন্যতম- 

  • গুণগত পাঠদান ও শিক্ষক সংকট: ইংরেজি, ICT, উচ্চতর গণিত ও হিসাববিজ্ঞানে শিক্ষক ও পাঠদানে দুর্বলতা বোঝা যাচ্ছে।
  • শ্রেণিকক্ষে উপস্থিতি ও মনোযোগ: অনেক কলেজে ছাত্ররা নিয়মিত শ্রেণিতে আসে না বা মনোযোগ কম হয় ফল ক্ষুণ্ন শিক্ষণ ঘটে।
  • অবকাঠামো ও সুযোগ–সুবিধার ঘাটতি: বিশেষ করে গ্রাম, চর ও সীমান্ত এলাকার ছেলে-মেয়েদের জন্য শিক্ষা সুযোগ কম।
  • পূর্বের ঘাটতির সৃষ্টি ও ধরা পড়েনি: প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শেখার ঘাটতি লক্ষ করা হয়নি, ফলস্বরূপ উচ্চশিক্ষার প্রস্তুতি দুর্বল।
  • সংখ্যাতান্ত্রিক সাফল্য সংস্কৃতি: পাসের হার বাড়াতে ও জিপিএ–৫ বাড়াতে বোর্ড ও প্রতিষ্ঠান ফল আকর্ষণীয় দেখাতে ওভারমার্কিং বা নম্বর বাড়িয়ে দেওয়া এ ধরনের অভিযোজন শিক্ষাগত গুণমানকে নিম্নগামী করেছে।
  • মূল্যায়ন ও প্রশ্নপত্র গঠন: প্রশ্নপত্রের মান ও সঠিক জবাব নির্ধারণের কঠোরতা কিছু ক্ষেত্রে অনলাইন ও মূল্যায়ক পর্যায়ে দুর্বল হতে পারে।

 

ভাবনা ও ভবিষ্যতের পদক্ষেপ

 

এই ফলাফল শুধু একবারের ব্যর্থতা নয় এটি শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের সংকটের প্রতিফলন। শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড, প্রতিষ্ঠান ও শিক্ষকজীবিংকে মিলেই এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
 

কিছু সুপারিশ হতে পারে:

 

১. শিক্ষক উন্নয়ন ও প্রশিক্ষণ: কঠিন বিষয়গুলোর শিক্ষক দক্ষতা বাড়ানো।

২. শ্রেণিকক্ষ মনিটরিং: ছাত্রদের উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করা।

৩. অভিভাবক ও স্থানীয় অংশগ্রহণ: পরিবারের ও সমাজের ভূমিকা বাড়ানো যাতে ছাত্রদের সময় ও উৎসাহ পাওয়া যায়।

৪. গুণগত মূল্যায়ন ও প্রশ্নপত্র সংস্কার: শুধুই কঠিন প্রশ্ন দিয়ে নয় বেস পাঠ্য বিষয় ও বিশ্লেষণমূলক প্রশ্ন দিয়ে শিক্ষার্থীর জ্ঞান যাচাই।

৫. সমন্বিত পাঠক্রম ও সহায়তা কর্মসূচি: দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস, টিউটরিং, পাঠ্য সহায়তা।

৬. নিদানমূলক মূল্যায়ন: শিক্ষাপ্রতিষ্ঠান ও বোর্ড পর্যায়ে ফলাফল বিশ্লেষণ ও দুর্বল অংশের পুনর্বিচার।

শিক্ষা ভাবনা থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

প্রাথমিক থেকে বাদ সংগীত ও শরীরচর্চা শিক্ষক

শিক্ষা ব্যবস্থায় মৌলবাদি প্রভাব প্রাথমিক থেকে বাদ সংগীত ও শরীরচর্চা শিক্ষক

ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটি সংঘর্ষের উত্তাপ এখনো ক্যাম্পাসজুড়ে

কাটেনি শিক্ষার্থীদের আতঙ্ক ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটি সংঘর্ষের উত্তাপ এখনো ক্যাম্পাসজুড়ে

সাভারের ঘটনায় উচ্চশিক্ষা ব্যবস্থায় গভীর সংকটের সংকেত

শিক্ষার্থীদের সহিংসতা সাভারের ঘটনায় উচ্চশিক্ষা ব্যবস্থায় গভীর সংকটের সংকেত

পরিকল্পনাহীন সম্প্রসারণে উদ্বেগ, আসন পুনর্বিন্যাসের পরামর্শ

উচ্চশিক্ষায় ১১ লাখ আসন ফাঁকা পরিকল্পনাহীন সম্প্রসারণে উদ্বেগ, আসন পুনর্বিন্যাসের পরামর্শ

১৩ বছরে কমেছে ইংরেজি ও গণিত শিক্ষকের সংখ্যা, বেড়েছে প্রতিষ্ঠান

শিক্ষক সংকটে দুর্বল ফল শিক্ষা খাতে ১৩ বছরে কমেছে ইংরেজি ও গণিত শিক্ষকের সংখ্যা, বেড়েছে প্রতিষ্ঠান

তিন ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ইউজিসির সতর্কতা

তিন ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ইউজিসির সতর্কতা

ধর্ম অবমাননার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কৃত

ধর্ম অবমাননার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কৃত

সারা দেশে ফেল ৫ লাখেরও বেশি শিক্ষার্থী, পাসের হার ৫৮.৮৩%

এইচএসসি ফলাফল প্রকাশ সারা দেশে ফেল ৫ লাখেরও বেশি শিক্ষার্থী, পাসের হার ৫৮.৮৩%