সর্বশেষ

ধর্ম অবমাননার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কৃত

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১২:১৭
ধর্ম অবমাননার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কৃত

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. নাজমুস সাদাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল শেখকে আজীবনের জন্য এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী তনয় রায়কে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে ওই দুই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন অভিযোগের সত্যতা যাচাই করতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি গঠন করে। কমিটি দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়, যেখানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

 

অধ্যাপক নাজমুস সাদাত বলেন, “গত ৯ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করার।”

 

তিনি আরও জানান, বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি লিখিতভাবে শিক্ষার্থীদের জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, তারা চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবেন।

 

এই ঘটনায় ক্যাম্পাসে আবারও মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় সহনশীলতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। একাংশের মতে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ, অন্যদিকে কিছু শিক্ষার্থী মনে করেন, মত প্রকাশের স্বাধীনতার সীমা ও দায়বদ্ধতা নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও আলোচনা হওয়া প্রয়োজন।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে বিভাগীয়ভাবে আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে, কিন্তু সেটি যেন কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত না হানে এ ব্যাপারে আমরা কঠোর।”

সব খবর

আরও পড়ুন

‘ঘৃণার প্রতীক’ পাকিস্তানের পতাকা আঁকা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

বাগবিতণ্ডা, পতাকা মুছে ফেলা, সাংবাদিক হেনস্তা ‘ঘৃণার প্রতীক’ পাকিস্তানের পতাকা আঁকা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

দেশের ৪২% জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণীর নিচে

ঝরে পড়া ও দারিদ্র্য দেশের ৪২% জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণীর নিচে

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ঠেকাতে বদলির ঝড়

তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ঠেকাতে বদলির ঝড়

সরকারি প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পরীক্ষার হলে বিশৃঙ্খলা

শাস্তির হুমকি সরকারের সরকারি প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পরীক্ষার হলে বিশৃঙ্খলা

দেশের অধিকাংশ সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত

আন্দোলনে শিক্ষকরা দেশের অধিকাংশ সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত

দেশে সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ

সহকারী শিক্ষকদের টানা কর্মবিরতি দেশে সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ

ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে উত্তেজনা

চাঁদা নিয়ে দ্বন্দ্ব ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে উত্তেজনা

প্রাথমিক পেরোনো শিক্ষার্থীর অর্ধেকও পৌঁছায় না দশম শ্রেণিতে

পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের জরিপ প্রাথমিক পেরোনো শিক্ষার্থীর অর্ধেকও পৌঁছায় না দশম শ্রেণিতে