সর্বশেষ

জামায়াতপন্থি শিক্ষকদের রাকসু নির্বাচনে থাকার ঘোষণা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৮
“আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। এখন পর্যন্ত প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেই।” — জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
জামায়াতপন্থি শিক্ষকদের রাকসু নির্বাচনে থাকার ঘোষণা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতপন্থি শিক্ষকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ চলার মধ্যেই জামায়াতে ইসলামীপন্থি শিক্ষকরা রাকসু নির্বাচনে দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

 

সোমবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে সংবাদকর্মীদের ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জে এ এম সকিলউর রহমান। তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত রাকসু নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসিয়াল কার্যক্রমে শিক্ষকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ২০ সেপ্টেম্বর ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত দোষীদের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

 

শাটডাউন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বড় অংশ তাদের সংগঠনের সঙ্গে যুক্ত, যারা শাটডাউন পালন করছেন, তাদের বিষয়ে কোনো মন্তব্য নেই। তবে তারা নিজেদের জায়গা থেকে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবেন।

 

এর আগে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ‘শিক্ষকদের লাঞ্ছনার’ প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে। ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমীরুল ইসলাম জানান, “আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। এখন পর্যন্ত প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেই। জামায়াতপন্থি শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা সম্পর্কে আমরা কিছু জানি না।”

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীরা এখন দেখছেন, নির্বাচনের দায়িত্ব পালন ও শাটডাউন কর্মসূচির মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখা হবে। একদিকে শিক্ষকদের শাটডাউন আন্দোলন চলছে, অন্যদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিছু শিক্ষক দায়িত্ব পালন করছেন।

 

এই ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

সব খবর