সর্বশেষ

সরকার দেবে ২০ হাজার কোটি টাকা

পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত হবে নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১৯:৩০
পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত হবে নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক

দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন ব্যাংকের মূলধন হিসেবে সরকার ২০ হাজার কোটি টাকা অর্থ সহায়তা দেবে।

 

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

 

একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংক হলো:

  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (পিএলসি)
  • গ্লোবাল ইসলামী ব্যাংক (পিএলসি)
  • ইউনিয়ন ব্যাংক (পিএলসি)
  • এক্সিম ব্যাংক (পিএলসি)
  • সোশ্যাল ইসলামী ব্যাংক (পিএলসি)

নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে—‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ এবং ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা, যার বিপরীতে পরিশোধিত মূলধন প্রয়োজন হবে ৩৫ হাজার কোটি টাকা।

 

মূলধন সংগ্রহের ক্ষেত্রে ‘বেইল-ইন’ প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা হবে। অবশিষ্ট ২০ হাজার কোটি টাকা সরকার সরাসরি মূলধন হিসেবে প্রদান করবে।

 

এই উদ্যোগকে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব ব্যাংক আর্থিক সংকটে ছিল এবং গ্রাহক আস্থা হ্রাস পাচ্ছিল। একীভূতকরণের মাধ্যমে পরিচালন কাঠামো, সুশাসন ও মূলধন কাঠামো শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

সব খবর

আরও পড়ুন

নীতিগত সংকট ও বিনিয়োগ অনিশ্চয়তায় বিপর্যস্ত গার্মেন্টস খাত

১২ মাসে ১৮২ কারখানা বন্ধ, কর্মসংস্থানে ধস নীতিগত সংকট ও বিনিয়োগ অনিশ্চয়তায় বিপর্যস্ত গার্মেন্টস খাত

নাজুক আর্থিক ব্যবস্থাপনায় চলতি ব্যয় মেটাতেও ঋণের ওপর নির্ভরশীল

তীব্র অর্থ সংকটে অন্তর্বর্তী সরকার নাজুক আর্থিক ব্যবস্থাপনায় চলতি ব্যয় মেটাতেও ঋণের ওপর নির্ভরশীল

সংকোচনমুখী মুদ্রানীতিতে বিপর্যয়ে বেসরকারি খাত

ভোটের আগে অর্থনীতিতে সতর্কতা সংকোচনমুখী মুদ্রানীতিতে বিপর্যয়ে বেসরকারি খাত

কোভিডকালের চেয়েও নিচে নেমে গেছে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি

অন্তর্বর্তী সরকারের ওপর ব্যবসায়ীদের প্রকাশ্য অনাস্থা কোভিডকালের চেয়েও নিচে নেমে গেছে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি

ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিএসআইডি-তে এস আলম গ্রুপের সালিশি আবেদন

ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিএসআইডি-তে এস আলম গ্রুপের সালিশি আবেদন

ড. ইউনূসের বিশেষ সহকারী ও উপপ্রেস সচিবের বক্তব্যে বিজিএমইএ’র তীব্র প্রতিবাদ

পোশাক শিল্পকে ‘অবমূল্যায়ন’ ড. ইউনূসের বিশেষ সহকারী ও উপপ্রেস সচিবের বক্তব্যে বিজিএমইএ’র তীব্র প্রতিবাদ

যাত্রা শুরু করতে যাচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’  ১৮ হাজার কর্মীর বোঝা সামলানো প্রধান চ্যালেঞ্জ

যাত্রা শুরু করতে যাচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ ১৮ হাজার কর্মীর বোঝা সামলানো প্রধান চ্যালেঞ্জ

৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না

বিএলএফের গবেষণা ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না