সর্বশেষ

‘সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানে লেনদেনে সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৯:২১
‘সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানে লেনদেনে সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেয়নি বলে জানিয়েছে। তাই এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের লেনদেন, বিনিয়োগ বা চাকরির প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি জাতীয় কিছু পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনটিতে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর অনুমোদন পেতে যাচ্ছে।

 

কিন্তু বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এমএফএস চালুর অনুমোদনের আবেদন পাওয়া যায়নি। এমনকি বর্তমানে এ ধরনের কোনো আবেদন প্রক্রিয়াধীনও নয়।

 

বাংলাদেশে আর্থিক লেনদেন পরিচালনার অনুমোদন দেওয়ার একমাত্র সংস্থা বাংলাদেশ ব্যাংক। তাই কোনো প্রতিষ্ঠান যদি এমএফএস চালুর দাবি করে, তা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘সহজক্যাশ’-এর সঙ্গে লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।

 

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি বা বিনিয়োগের প্রলোভন দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করার চেষ্টা নতুন নয়। তাই নাগরিকদের উচিত—যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া।

 

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল যুগে প্রতারণার ধরন পাল্টেছে। এখন ভুয়া প্রতিষ্ঠান অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়ে, মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে টার্গেট করছে। তাই সচেতনতা বাড়ানো জরুরি।

 

বাংলাদেশ ব্যাংকের এই সতর্কতা সাধারণ নাগরিকদের প্রতারণা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একইসঙ্গে তারা আহ্বান জানিয়েছেন, গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে এ ধরনের ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচার জোরদার করার জন্য।

সব খবর

আরও পড়ুন

নীতিগত সংকট ও বিনিয়োগ অনিশ্চয়তায় বিপর্যস্ত গার্মেন্টস খাত

১২ মাসে ১৮২ কারখানা বন্ধ, কর্মসংস্থানে ধস নীতিগত সংকট ও বিনিয়োগ অনিশ্চয়তায় বিপর্যস্ত গার্মেন্টস খাত

নাজুক আর্থিক ব্যবস্থাপনায় চলতি ব্যয় মেটাতেও ঋণের ওপর নির্ভরশীল

তীব্র অর্থ সংকটে অন্তর্বর্তী সরকার নাজুক আর্থিক ব্যবস্থাপনায় চলতি ব্যয় মেটাতেও ঋণের ওপর নির্ভরশীল

সংকোচনমুখী মুদ্রানীতিতে বিপর্যয়ে বেসরকারি খাত

ভোটের আগে অর্থনীতিতে সতর্কতা সংকোচনমুখী মুদ্রানীতিতে বিপর্যয়ে বেসরকারি খাত

কোভিডকালের চেয়েও নিচে নেমে গেছে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি

অন্তর্বর্তী সরকারের ওপর ব্যবসায়ীদের প্রকাশ্য অনাস্থা কোভিডকালের চেয়েও নিচে নেমে গেছে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি

ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিএসআইডি-তে এস আলম গ্রুপের সালিশি আবেদন

ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিএসআইডি-তে এস আলম গ্রুপের সালিশি আবেদন

ড. ইউনূসের বিশেষ সহকারী ও উপপ্রেস সচিবের বক্তব্যে বিজিএমইএ’র তীব্র প্রতিবাদ

পোশাক শিল্পকে ‘অবমূল্যায়ন’ ড. ইউনূসের বিশেষ সহকারী ও উপপ্রেস সচিবের বক্তব্যে বিজিএমইএ’র তীব্র প্রতিবাদ

যাত্রা শুরু করতে যাচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’  ১৮ হাজার কর্মীর বোঝা সামলানো প্রধান চ্যালেঞ্জ

যাত্রা শুরু করতে যাচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ ১৮ হাজার কর্মীর বোঝা সামলানো প্রধান চ্যালেঞ্জ

৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না

বিএলএফের গবেষণা ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না