সর্বশেষ

আমদানি চাপে ঊর্ধ্বমুখী প্রবণতা

টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে ১২২.৭৫ টাকা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ০১:৫৩
টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে ১২২.৭৫ টাকা

টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম আবারও বেড়েছে। ২৩ অক্টোবর বিভিন্ন ব্যাংকে ডলারের সর্বোচ্চ বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা, যা গত সপ্তাহে ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আমদানি এলসি খোলার সংখ্যা বেড়ে যাওয়াসহ কয়েকটি কারণেই ডলারের দাম বাড়ছে।

 

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২.৭৫ টাকা এবং ক্রয়মূল্য ১২১.৭৫ টাকা। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে বিক্রয়মূল্য ছিল ১২২.৬০ টাকা এবং ক্রয়মূল্য ১২১.৬০ টাকা। ঢাকা ব্যাংক এক ডলার বিক্রি করেছে ১২২.৫০ টাকায় এবং ক্রয় করেছে ১২১.১৫ টাকায়।

 

এই ঊর্ধ্বমুখী প্রবণতা আন্তঃব্যাংক বিনিময় হারেও প্রভাব ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২২.২৫ টাকা, যা গতকাল ছিল ১২২ টাকা। ২০ অক্টোবর পর্যন্ত এই হার ছিল ১২১.৮০ টাকার আশপাশে।

 

এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “কেন্দ্রীয় ব্যাংক এখন তুলনামূলক বেশি দামে ডলার কিনছে। আমদানি এলসি খোলাও কিছুটা বেড়েছে, যা ডলারের চাহিদা বাড়িয়েছে।”

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে আমদানি এলসি খোলা হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের, যেখানে আগস্টে ছিল ৫.৩৮ বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসেই প্রায় ১ বিলিয়ন ডলারের বেশি আমদানি চুক্তি হয়েছে।

 

এছাড়া বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১.৮০ টাকা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ২.১২ বিলিয়ন ডলার কিনেছে।

 

পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “আমদানি ব্যয়ের চাপে ডলারের দাম কিছুটা বেড়েছে, তবে এটি অস্বাভাবিক নয়। বাজারে ডলারের সরবরাহ পর্যাপ্ত রয়েছে।”

 

বিশ্লেষকদের মতে, ডলারের দাম বাড়ার ফলে আমদানি ব্যয় বাড়বে, যা মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংক সরবরাহ নিয়ন্ত্রণে রাখলে বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করা যায়।

সব খবর

আরও পড়ুন

নীতিগত সংকট ও বিনিয়োগ অনিশ্চয়তায় বিপর্যস্ত গার্মেন্টস খাত

১২ মাসে ১৮২ কারখানা বন্ধ, কর্মসংস্থানে ধস নীতিগত সংকট ও বিনিয়োগ অনিশ্চয়তায় বিপর্যস্ত গার্মেন্টস খাত

নাজুক আর্থিক ব্যবস্থাপনায় চলতি ব্যয় মেটাতেও ঋণের ওপর নির্ভরশীল

তীব্র অর্থ সংকটে অন্তর্বর্তী সরকার নাজুক আর্থিক ব্যবস্থাপনায় চলতি ব্যয় মেটাতেও ঋণের ওপর নির্ভরশীল

সংকোচনমুখী মুদ্রানীতিতে বিপর্যয়ে বেসরকারি খাত

ভোটের আগে অর্থনীতিতে সতর্কতা সংকোচনমুখী মুদ্রানীতিতে বিপর্যয়ে বেসরকারি খাত

কোভিডকালের চেয়েও নিচে নেমে গেছে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি

অন্তর্বর্তী সরকারের ওপর ব্যবসায়ীদের প্রকাশ্য অনাস্থা কোভিডকালের চেয়েও নিচে নেমে গেছে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি

ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিএসআইডি-তে এস আলম গ্রুপের সালিশি আবেদন

ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিএসআইডি-তে এস আলম গ্রুপের সালিশি আবেদন

ড. ইউনূসের বিশেষ সহকারী ও উপপ্রেস সচিবের বক্তব্যে বিজিএমইএ’র তীব্র প্রতিবাদ

পোশাক শিল্পকে ‘অবমূল্যায়ন’ ড. ইউনূসের বিশেষ সহকারী ও উপপ্রেস সচিবের বক্তব্যে বিজিএমইএ’র তীব্র প্রতিবাদ

যাত্রা শুরু করতে যাচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’  ১৮ হাজার কর্মীর বোঝা সামলানো প্রধান চ্যালেঞ্জ

যাত্রা শুরু করতে যাচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ ১৮ হাজার কর্মীর বোঝা সামলানো প্রধান চ্যালেঞ্জ

৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না

বিএলএফের গবেষণা ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না