খুলনায় রূপসা সেতুর নিচ থেকে প্রবীণ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকা থেকে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি সেতুর উপর থেকে লাফ দিয়েছেন। তবে পুলিশ বলছে, প্রকৃতপক্ষে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবুল খায়ের বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করি। তার পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। মরদেহের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল।”
লবণচরা ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রথমে তিনি ঘটনাস্থলে যান। পরে নদীতে মরদেহ ভেসে থাকায় নৌপুলিশকে জানানো হয়।
এদিকে, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ওয়াহেদ-উজ-জামান বুলু দীর্ঘ সাংবাদিকতা জীবনে চ্যানেল ওয়ান, ভোরের কাগজ, বঙ্গবাণী ও দৈনিক প্রবাহসহ একাধিক গণমাধ্যমে কাজ করেছেন। প্রায় তিন দশক ধরে তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি খুলনা নগরীর শিববাড়ি মোড় এলাকায় পৈত্রিক বাসভবনে বসবাস করছিলেন।
তিনি খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ছিলেন। হঠাৎ এই মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা বলছেন, তিনি ছিলেন কর্মঠ, সৎ ও নীতিবান একজন সংবাদকর্মী।
মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, প্রবীণ এই সাংবাদিকের মৃত্যু রহস্য উদ্ঘাটনে স্বচ্ছ তদন্ত করা জরুরি।