সর্বশেষ

নিহত ২

খুলনায় আদালত চত্বরে দিবালোকে গুলি করে ও কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ১৬:৫৫
খুলনায় আদালত চত্বরে দিবালোকে গুলি করে ও কুপিয়ে হত্যা

খুলনায় প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে গুলি ও ধারালো অস্ত্রের হামলায় রাজেন ওরফে রাজন (৩৫) ও হাসিব (৩১) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা পৌঁনে ১টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ হামলা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম।

 

নিহতরা হলেন, ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। এর মধ্যে রাজন রুপসার বাগমারার দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে। হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে। তারা খুলনার আলোচিত  শেখ পলাশের অনুসারী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে হাজিরা শেষে রাজন ও হাসিব প্রধান ফটকের সামনে একটি মোটরসাইকেলে বসে ছিলেন। ঠিক সে মুহূর্তে ৪-৫টি মোটরসাইকেলে ৬-৭ জন সন্ত্রাসী এসে তাদের লক্ষ্য করে টানা চার রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। এতে রাজন ঘটনাস্থলেই নিহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ঘটনার পরপরই হাসিবকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় বলে জানা গেছে। তবে এরপর থেকে তার কোনো সন্ধান মিলছে না। এক নাম না প্রকাশ করা খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঘটনাস্থল বা হাসপাতালে পৌঁছানোর আগেই হয়তো হাসিব মারা গেছেন। সন্দেহ করা হচ্ছে, তার পরিবার বা সহযোগীরাই লাশ দ্রুত সরিয়ে ফেলেছে। তবে পুলিশ এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

 

হাসিবের খোঁজে পুলিশ নগরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তল্লাশি চালাচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গ্রেনেড বাবু’র সহযোগী গোষ্ঠী এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। ঘটনাটি কেন্দ্র করে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের শাসনে ‘অপরাধের রাজত্ব’, খুন–ধর্ষণ–ছিনতাইয়ে দিশেহারা দেশ

১১ মাসে ৩৫০৯ খুন অন্তর্বর্তী সরকারের শাসনে ‘অপরাধের রাজত্ব’, খুন–ধর্ষণ–ছিনতাইয়ে দিশেহারা দেশ

দেশে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২টি মাদকসংশ্লিষ্ট হত্যাকাণ্ড

খুনসহ অপরাধ বাড়াচ্ছে মাদক দেশে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২টি মাদকসংশ্লিষ্ট হত্যাকাণ্ড

টেকনাফে অপহরণের আতঙ্কে সন্ধ্যার পর নিস্তব্ধ জনপদ

শিশু-কিশোরদের টার্গেট করছে ডাকাত দল টেকনাফে অপহরণের আতঙ্কে সন্ধ্যার পর নিস্তব্ধ জনপদ

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

বাঞ্ছারামপুরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

চাঁদা না দেয়ার জের বাঞ্ছারামপুরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

কক্সবাজারে অধিনায়কসহ র‍্যাব-১৫–এর ৩ শতাধিক সদস্যকে গণবদলি

ইয়াবাকাণ্ড কক্সবাজারে অধিনায়কসহ র‍্যাব-১৫–এর ৩ শতাধিক সদস্যকে গণবদলি

মসজিদের শহর থেকে ঢাকা এখন লাশের শহর

১৪ মাসে ৪৫৬ খুন মসজিদের শহর থেকে ঢাকা এখন লাশের শহর

চলতি বছরে ঢাকায় ১৯৮ হত্যাকাণ্ড

মাসে গড়ে ২০টি খুন চলতি বছরে ঢাকায় ১৯৮ হত্যাকাণ্ড