সর্বশেষ

তরুণীকে পোশাক নিয়ে হেনস্তা, অভিযুক্ত মহিন মজুমদার গ্রেপ্তার

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৩
তরুণীকে পোশাক নিয়ে হেনস্তা, অভিযুক্ত মহিন মজুমদার গ্রেপ্তার
অভিযুক্ত মহিন মজুমদার

এক তরুণীকে তার পোশাক নিয়ে প্রকাশ্যে হেনস্তা করার অভিযোগে মহিন মজুমদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এই ঘটনার সময় দেখা যায়, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

 

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মহিন মজুমদারকে শনাক্ত করে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

পুলিশের পোস্টে বলা হয়, “আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও রুচির মানুষ বাস করে। ফলে পোশাকেও বৈচিত্র্য থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কারও পোশাক কারও কাছে অস্বস্তিকর মনে হলে, তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো যেতে পারে। কিন্তু কাউকে প্রকাশ্যে হেনস্তা করা বা আক্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।”

 

পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের হয়রানি থেকে মুক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের আচরণ সমাজে ভয়ের পরিবেশ তৈরি করে, যা পুলিশ কখনোই বরদাশত করবে না।

 

ফেসবুক পোস্টটির নিচে কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৪০০টি মন্তব্য জমা পড়ে। অনেকেই পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। কেউ কেউ বলেন, “এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায়।” তবে কিছু মন্তব্যে সংশয়ও প্রকাশ করা হয়, যেমন “আসলে কতটা কার্যকর হবে এই আইনি ব্যবস্থা?”

 

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, তারা ভবিষ্যতেও এ ধরনের হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং নাগরিকদের পাশে থাকবে। সমাজে নিরাপত্তা ও সম্মান বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সব খবর

আরও পড়ুন