আবুধাবিতে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপ ২০২৫–এ নিজেদের শেষ গ্রুপ ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তবে এই জয়ে টুর্নামেন্টের পরবর্তী পর্ব সুপার ফোর নিশ্চিত হয়নি। এখন ভাগ্য নির্ভর করছে আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর।
বাংলাদেশের সমীকরণ
বাংলাদেশ তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান পয়েন্ট থাকলেও শীর্ষে আছে শ্রীলঙ্কা, যাদের নেট রান রেট +১.৫৪৬। বাংলাদেশের নেট রান রেট -০.২৭০। অন্যদিকে আফগানিস্তান দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও তাদের নেট রান রেট সবচেয়ে ভালো (+২.১৫০)।
বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হলো শ্রীলঙ্কার জয়। বৃহস্পতিবার যদি লঙ্কানরা আফগানিস্তানকে হারায় কিংবা ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে বাংলাদেশ গ্রুপের রানার্সআপ হয়ে সুপার ফোরে উঠবে।
আফগানিস্তান জিতলে কী হবে
আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায়, তবে হিসাব হবে অনেক জটিল। যেকোনো ব্যবধানে জিতলেই তারা সুপার ফোর নিশ্চিত করবে। তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় দল নির্ধারণ হবে নেট রান রেটে।
আফগানিস্তান আগে ব্যাট করে বড় ব্যবধানে জিতলে বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকবে। যেমন, তারা যদি ২০০ রান করে এবং শ্রীলঙ্কাকে ১২৮ রানের নিচে আটকে দেয়, তাহলে নেট রান রেটে বাংলাদেশ এগিয়ে যাবে।
বাংলাদেশ তাদের কাজ সেরে এখন তাকিয়ে আছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ১৮ সেপ্টেম্বরের ম্যাচের দিকে। সেই ম্যাচই নির্ধারণ করবে লাল–সবুজরা সুপার ফোরে জায়গা করে নিতে পারবে কি না। জয় নিয়ে কিছুটা স্বস্তি পেলেও ক্রিকেটারদের মনে এখনো দুশ্চিন্তা—হিসাবের খাতা যে মেলাতে হবে অন্য দলের হাতে।