সর্বশেষ

এশিয়া কাপ ২০২৫

সুপার ফোরে উঠতে বাংলাদেশের সমীকরণ এখনো জটিল

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮
বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হলো শ্রীলঙ্কার জয়। বৃহস্পতিবার যদি লঙ্কানরা আফগানিস্তানকে হারায় কিংবা ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে বাংলাদেশ গ্রুপের রানার্সআপ হয়ে সুপার ফোরে উঠবে।
সুপার ফোরে উঠতে বাংলাদেশের সমীকরণ এখনো জটিল
বাংলাদেশের সুপার ফোরের চাবিকাঠি শ্রীলঙ্কার কাছে

আবুধাবিতে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপ ২০২৫–এ নিজেদের শেষ গ্রুপ ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তবে এই জয়ে টুর্নামেন্টের পরবর্তী পর্ব সুপার ফোর নিশ্চিত হয়নি। এখন ভাগ্য নির্ভর করছে আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর।

 

বাংলাদেশের সমীকরণ

 

বাংলাদেশ তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান পয়েন্ট থাকলেও শীর্ষে আছে শ্রীলঙ্কা, যাদের নেট রান রেট ‍+১.৫৪৬। বাংলাদেশের নেট রান রেট -০.২৭০। অন্যদিকে আফগানিস্তান দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও তাদের নেট রান রেট সবচেয়ে ভালো (+২.১৫০)।

 

বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হলো শ্রীলঙ্কার জয়। বৃহস্পতিবার যদি লঙ্কানরা আফগানিস্তানকে হারায় কিংবা ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে বাংলাদেশ গ্রুপের রানার্সআপ হয়ে সুপার ফোরে উঠবে।

 

আফগানিস্তান জিতলে কী হবে

 

আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায়, তবে হিসাব হবে অনেক জটিল। যেকোনো ব্যবধানে জিতলেই তারা সুপার ফোর নিশ্চিত করবে। তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় দল নির্ধারণ হবে নেট রান রেটে।

 

শ্রীলঙ্কাকে হারালে সুপার ফোরে উঠবে আফগানিস্তান

 

  • আফগানিস্তান আগে ব্যাট করে বড় ব্যবধানে জিতলে বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকবে। যেমন, তারা যদি ২০০ রান করে এবং শ্রীলঙ্কাকে ১২৮ রানের নিচে আটকে দেয়, তাহলে নেট রান রেটে বাংলাদেশ এগিয়ে যাবে।

     

  • কিন্তু আফগানিস্তান যদি রান তাড়া করে দ্রুত জয় পায়, তাহলে বাংলাদেশের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়বে। উদাহরণস্বরূপ, লঙ্কানদের করা রান আফগানরা যদি ১১ বা ১২ ওভারের মধ্যেই তাড়া করে ফেলে, তাহলেই শুধু বাংলাদেশ উঠবে।

বাংলাদেশ তাদের কাজ সেরে এখন তাকিয়ে আছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ১৮ সেপ্টেম্বরের ম্যাচের দিকে। সেই ম্যাচই নির্ধারণ করবে লাল–সবুজরা সুপার ফোরে জায়গা করে নিতে পারবে কি না। জয় নিয়ে কিছুটা স্বস্তি পেলেও ক্রিকেটারদের মনে এখনো দুশ্চিন্তা—হিসাবের খাতা যে মেলাতে হবে অন্য দলের হাতে।

সব খবর

আরও পড়ুন

দেশিদের মধ্যে সর্বোচ্চ দাম নাঈমের, বিদেশিদের মধ্যে শানাকার

বিপিএল নিলাম দেশিদের মধ্যে সর্বোচ্চ দাম নাঈমের, বিদেশিদের মধ্যে শানাকার

আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের লজ্জাজনক পরাজয় বাংলাদেশের

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের লজ্জাজনক পরাজয় বাংলাদেশের

ক্যাচ মিসের মহড়া, হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

ক্যাচ মিসের মহড়া, হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

জেমিমার ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের প্রথম ‘টাই’ সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

নারী বিশ্বকাপ ২০২৫ ১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

বাংলাদেশ ক্রিকেট হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?