সর্বশেষ

বিপিএল নিলাম

দেশিদের মধ্যে সর্বোচ্চ দাম নাঈমের, বিদেশিদের মধ্যে শানাকার

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ২২:৩৮
দেশিদের মধ্যে সর্বোচ্চ দাম নাঈমের, বিদেশিদের মধ্যে শানাকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল সাজাতে অংশ নেয়। দেশি ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে জমজমাট এই নিলামে বেশ কিছু চমক দেখা গেছে।

 

প্রথমে দেশি খেলোয়াড়দের নিলাম হয়। এ বিভাগে সর্বোচ্চ দাম পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। অন্যদিকে বিদেশিদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। তাকে ৫৫ হাজার ডলারে কিনেছে ঢাকা ক্যাপিটালস।  

 

বিদেশি খেলোয়াড়দের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে নিরোশান ডিকভেলা (চট্টগ্রাম রয়্যালস), অ্যাঞ্জেলো ম্যাথিউস (সিলেট টাইটান্স) এবং দাসুন শানাকা (ঢাকা ক্যাপিটালস) দল পেয়েছেন। ‘বি’ ক্যাটাগরিতে রাজশাহী ওয়ারিয়র্স নিয়েছে দুশান হেমন্তকে। ‘সি’ ক্যাটাগরিতে নোয়াখালী এক্সপ্রেস ইহসানউল্লাহ খানকে ২৮ হাজার ডলারে নিয়েছে। এছাড়া অ্যারন জোন্স, জুবাইরউল্লাহ আকবারি, অ্যাঞ্জেলো পেরেরা, হায়দার আলী ও জাহানদাদ খানও দল পেয়েছেন। ‘ই’ ক্যাটাগরিতে রংপুর রাইডার্স নিয়েছে এমিলো গে ও মোহাম্মদ আখলাককে।  

 

দেশি খেলোয়াড়দের মধ্যে বড় অঙ্কে বিক্রি হয়েছেন তাওহিদ হৃদয় (৯২ লাখ, রংপুর রাইডার্স), লিটন দাস (৭০ লাখ, রংপুর), মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ, ঢাকা), তানজিম হাসান সাকিব (৬৫ লাখ, রাজশাহী), শামীম হোসেন (৫৬ লাখ, ঢাকা), নাহিদ রানা (৫৬ লাখ, রংপুর) এবং মিঠুন (৫২ লাখ, ঢাকা)।  

 

অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম প্রথম ডাকে অবিক্রিত থাকলেও পরে যথাক্রমে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্সে জায়গা পান। মুশফিক পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”  

 

তবে দ্বিতীয় ডাকেও কিছু খেলোয়াড় দল পাননি। তাদের মধ্যে রয়েছেন মমিনুল হক, সাদমান ইসলাম, ফজলে মাহমুদ, নাহিদুল ইসলাম, অমিত হাসান ও শেখ পারভেজ জীবন।  

 

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলামের বাইরে সরাসরি চুক্তিতে খেলোয়াড় নিয়েছে। ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে স্থানীয় খেলোয়াড় হিসেবে এবং অ্যালেক্স হেলস ও উসমান খানকে বিদেশি হিসেবে চুক্তিবদ্ধ করেছে। রংপুর রাইডার্স নিয়েছে মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে, বিদেশি হিসেবে খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে। চট্টগ্রাম রয়্যালস নিয়েছে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলামকে, বিদেশি হিসেবে আবরার আহমেদকে। নোয়াখালী এক্সপ্রেস সৌম্য সরকার ও হাসান মাহমুদকে স্থানীয় খেলোয়াড় হিসেবে এবং কুসল মেন্ডিস ও জনসন চার্লসকে বিদেশি হিসেবে নিয়েছে। সিলেট টাইটান্স নিয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে, বিদেশি হিসেবে মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবকে। রাজশাহী ওয়ারিয়র্স নিয়েছে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে, বিদেশি হিসেবে মোহাম্মদ নওয়াজ ও সাহিবজাদা ফারহানকে।  

 

নিলামের আগে সরাসরি চুক্তিতে ২৩ জন ক্রিকেটার দলে নেওয়া হয়েছিল। নিলাম শেষে প্রতিটি দল নিজেদের স্কোয়াড পূর্ণ করেছে। এবারের আসরে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও ভালো দাম পাওয়া প্রমাণ করে, বিপিএল এখন দেশের ক্রিকেটে প্রতিভা যাচাইয়ের বড় মঞ্চ হয়ে উঠেছে।

সব খবর

আরও পড়ুন

আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের লজ্জাজনক পরাজয় বাংলাদেশের

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের লজ্জাজনক পরাজয় বাংলাদেশের

ক্যাচ মিসের মহড়া, হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

ক্যাচ মিসের মহড়া, হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

জেমিমার ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের প্রথম ‘টাই’ সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

নারী বিশ্বকাপ ২০২৫ ১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

বাংলাদেশ ক্রিকেট হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

আফগানদের প্রতিশোধে রেকর্ড ব্যবধানে হোয়াইটওয়াশড বাংলাদেশ

ব্যাটে-বলে ভরাডুবি আফগানদের প্রতিশোধে রেকর্ড ব্যবধানে হোয়াইটওয়াশড বাংলাদেশ