সর্বশেষ

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৮
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা
‘বি’ গ্রুপের সমীকরণই বাংলাদেশকে এই ম্যাচে লঙ্কানদের সমর্থক বানিয়ে দিয়েছিল।

আবু ধাবিতে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের ফলে কেবল লঙ্কানরাই নয়, সঙ্গে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশও। ফলে ‘বি’ গ্রুপ থেকে বিদায় নিতে হলো আফগানিস্তানকে।

 

ম্যাচের শুরুটা আফগানিস্তানের জন্য ভালো হলেও শেষটা দুঃস্বপ্নে ভরা। টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষদিকে মোহাম্মদ নাবির ঝড়ে বড় সংগ্রহ দাঁড় করায় তারা। ১৮ ওভার শেষে স্কোর ছিল ৭ উইকেটে ১২০। কিন্তু নাবির বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ দুই ওভারে আসে ৪৯ রান। বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগের এক ওভারেই ছক্কা হাঁকান পাঁচটি। শেষ পর্যন্ত নাবির ২২ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান সংগ্রহ করে ৮ উইকেটে ১৬৯ রান।

 

শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করেন নুয়ান থুসারা। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। চামিরা পান ১ উইকেট।

 

রাউন্ড রবিন পদ্ধতির সুপার ফোরে শনিবার বাংলাদেশের প্রথম পরীক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে

 

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিসাঙ্কা মাত্র ৬ রানে ফেরেন, তিনে নামা কামিল মিশারা করেন ৪ রান। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন কুসাল মেন্ডিস। তার ব্যাটে গড়া হয় ইনিংসের ভিত। কুশল পেরেরাকে সঙ্গে নিয়ে করেন ৪৫ রানের জুটি। পরে আসালাঙ্কা আউট হলেও মেন্ডিসকে যোগ্য সঙ্গ দেন কামিন্দু মেন্ডিস।

 

৫২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন কুসাল মেন্ডিস। এতে ছিল ১০টি চার। অপর প্রান্তে ১৩ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন কামিন্দু, যিনি মারেন ২টি ছক্কা। দুজনের অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ম্যাচসেরা হন কুসাল মেন্ডিস।

 

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। অন্যদিকে হংকংয়ের বিপক্ষে একমাত্র জয় পাওয়া আফগানিস্তান গ্রুপ থেকে বিদায় নিয়েছে।

 

‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যেই সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান। ফলে শেষ চার দল হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আগামী শনিবার দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সব খবর

আরও পড়ুন