এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ আবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গ্রুপ পর্বে দ্বীপরাষ্ট্রটির কাছে ৩৯ বল আগে ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল। এবার লক্ষ্য প্রতিশোধ নেওয়া ও প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখা।
আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এ জন্য কৃতজ্ঞতা থাকলেও আজ মাঠে নামছে প্রতিদ্বন্দ্বী হিসেবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
টাইগারদের অন্যতম ভরসা তাসকিন আহমেদ। ইতিমধ্যে ৮০ ম্যাচে নিয়েছেন ৯৮ উইকেট। আজ মাত্র ২ উইকেট পেলেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক গড়বেন তিনি। অন্যদিকে মুস্তাফিজও আছেন ১৫০ উইকেটের হাতছানিতে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ১৯৮৬ সাল থেকে এশিয়া কাপে খেলছে। টি-২০ ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ২১ বার; এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ বার, আর শ্রীলঙ্কা ১৩ বার। সর্বশেষ ১০ ম্যাচে লঙ্কানরা জিতেছে ৬ বার। তবে বাংলাদেশও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্মৃতি ধরে রেখেছে।
আজকের ম্যাচে ওপেনিং জুটির পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হবে। আফগানিস্তানের বিপক্ষে সাইফ হাসান ও তানজিদ তামিমের জুটি ৬৩ রান এনে দলকে ভালো শুরু দিয়েছিল। পাশাপাশি নাসুম আহমেদ ও রিশাদ হোসেন বোলিংয়ে আস্থা ফিরিয়েছেন। তবে পঞ্চম বোলারের ঘাটতি মেটানো জরুরি।
প্রস্তুতিতে ফুরফুরে মেজাজে থাকলেও খেলোয়াড়দের চোখেমুখে ছিল দৃঢ়তা। গ্রুপ পর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ নতুন করে মাঠে নামছে লিটন বাহিনী। সুপার ফোরে জয় পেলে ফাইনালের পথ আরও উজ্জ্বল হবে বাংলাদেশের সামনে।