সর্বশেষ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি

অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০
অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত

দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, “অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।” পরিস্থিতি স্বাভাবিক হলে রোববার থেকে কার্যক্রম পুনরায় শুরু হতে পারে, তবে তা দেরিতেও হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

 

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে সরকার শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোক দিবস উপলক্ষে শনিবার সব ধরনের সাংস্কৃতিক আয়োজন বন্ধ থাকবে। তবে শোক একদিনের হলেও শিল্পকলা একাডেমির কার্যক্রম কতদিন বন্ধ থাকবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। শিল্পকলার পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

 

 

শিল্পকলা একাডেমির এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে চলমান ও পরিকল্পিত সাংস্কৃতিক আয়োজনগুলোর ওপর। এর মধ্যে রয়েছে নাট্যদল ‘অবলোকন’-এর নতুন প্রযোজনা ‘গন্ধসূত্র’। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় একই মিলনায়তনে দ্বিতীয় প্রদর্শনী হওয়ার কথা থাকলেও শিল্পকলা একাডেমি মিলনায়তন বরাদ্দ স্থগিত করায় প্রদর্শনীটি বাতিল করা হয়।

 

নাটকটির নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন জানান, দেশের বর্তমান অরাজক পরিস্থিতির কারণে শিল্পকলা একাডেমি বন্ধ থাকায় তারা প্রদর্শনী করতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।

 

এদিকে শুক্রবার সকালে অবলোকনের ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, “অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, দেশের অরাজক পরিস্থিতির কারণে ১৯ ডিসেম্বর শুক্রবার ‘গন্ধসূত্র’ নাটকের আজকের প্রদর্শনী বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।” পাশাপাশি অগ্রিম টিকিট সংগ্রহকারীদের সঙ্গে যোগাযোগ করে টিকিটের মূল্য ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

 

সাংস্কৃতিক অঙ্গনে চলমান অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিল্পী ও সংগঠকেরা। তাদের মতে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করা জরুরি, কারণ দীর্ঘদিন অনুষ্ঠান স্থগিত থাকলে শিল্পী, কলাকুশলী এবং সংশ্লিষ্ট কর্মীদের ওপর আর্থিক ও মানসিক চাপ বাড়বে।

সব খবর

আরও পড়ুন

রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

আধঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

অবৈধ অস্ত্রের বিস্তারে বাড়ছে সহিংসতা ও মৃত্যু

নিরাপত্তা নিয়ে উদ্বেগ অবৈধ অস্ত্রের বিস্তারে বাড়ছে সহিংসতা ও মৃত্যু

বিজয় দিবসের রাতে শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরে আগুন

বিজয় দিবসের রাতে শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরে আগুন

টানা ছয় দিন ধরে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়ায়

শীতে কাঁপছে উত্তরের জনপদ টানা ছয় দিন ধরে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়ায়

শেরপুরে বাউল গানের আসরে হামলা ও ভাঙচুর

দুদিন পরও আতঙ্কে স্থানীয়রা শেরপুরে বাউল গানের আসরে হামলা ও ভাঙচুর

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণ

জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণ

সর্বাত্মক কর্মবিরতিতে থমকে যায় মেট্রোরেল, আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত

সর্বাত্মক কর্মবিরতিতে থমকে যায় মেট্রোরেল, আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত

কোনোভাবেই ঠেকানো যাচ্ছেনা রোহিঙ্গা অনুপ্রবেশ

এক বছরে নতুন আরও ১.৩৯ লাখ নিবন্ধন কোনোভাবেই ঠেকানো যাচ্ছেনা রোহিঙ্গা অনুপ্রবেশ