সর্বশেষ

ঢাকায় আহলে সুন্নাতের বিক্ষোভ

হাইকোর্ট মাজার স্থানান্তর করলে পরিণাম ভয়াবহ হবে

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:২২
হাইকোর্ট মাজার স্থানান্তর করলে পরিণাম ভয়াবহ হবে

ইসলাম প্রচারক হযরত খাজা শরফুদ্দীন চিশতি (রহ.)’র ঐতিহাসিক হাইকোর্ট মাজার স্থানান্তরের ষড়যন্ত্রের অভিযোগ এনে তীব্র প্রতিবাদ জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। সংগঠনটির দাবি, একটি উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে মাজার স্থানান্তরের অপচেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়ে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান মুফতি কাজী অধ্যাপক মহিউদ্দিন লতিফী আল কাদেরী। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ বলেন, 

 

মাজার স্থানান্তরের চক্রান্ত এবং সুন্নী আলেম-ওলামাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার পরিণাম ভালো হবে না।

 

তিনি আরও বলেন, যারা এ ধরনের ষড়যন্ত্র করছে তারা প্রকৃত মুসলমান নয়, বরং ইহুদীবাদী শক্তির প্রতিনিধিত্ব করছে।

 

মানববন্ধনে বক্তারা মুফতি গিয়াস উদ্দীন তাহেরীসহ সুন্নী নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, মাজার স্থানান্তরের প্রস্তাবকারী কোনো মুসলমানের সন্তান হতে পারে না। এ ধরনের সিদ্ধান্ত অলি-আউলিয়াদের অবমাননা এবং মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত।

আহলে সুন্নাত নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও দোষীদের বিচার দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী, মাওলানা আ.ন.ম. মাসুদ হোসেন আল কাদেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, অধ্যাপক এম এ মোমেন, অধ্যক্ষ আজম হেলাল উদ্দীন, পীর ফকির মুসলিম উদ্দীন, গোলাম মাহমুদ ভূইয়া মানিক, মুনসুর আহমদ, পীর কুতুবউদ্দিন শাহেদ বখশি, অ্যাডভোকেট ইকবাল হাসানসহ আরও অনেকে।

 

বক্তারা বলেন, বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ। মাজার স্থানান্তরের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। একই সঙ্গে তারা দাবি করেন, ধর্মীয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে।

সব খবর