সর্বশেষ

মতামত

অর্থনৈতিক মন্দার মাঝেই জন্ম নিচ্ছে হাজার হাজার কোটিপতি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪
অর্থনৈতিক মন্দার মাঝেই জন্ম নিচ্ছে হাজার হাজার কোটিপতি

মাত্র ৮–১০ মাসে ১০ হাজারেরও বেশি নতুন কোটিপতি, সাধারণ মানুষ দারিদ্র্যের স্রোতে ভেসে যাচ্ছে।

 

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক ভয়াবহ মন্দার মধ্যে রয়েছে। কোভিড-পরবর্তী সময়ে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র ৩.৯৭ শতাংশে। বেকারত্ব বেড়ে ৮ শতাংশের ওপরে, দারিদ্র্যের হার প্রায় ২৮ শতাংশ। শত শত কারখানা বন্ধ হয়ে গেছে, বিদেশি বিনিয়োগ প্রায় শূন্য, এবং ২৬ লাখ মানুষ চাকরি হারিয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সামলাতে হিমশিম খাচ্ছে।

 

অতীতে কখনও দেখা যায়নি, এমন পরিস্থিতিতে দেশের সম্পদ বৃদ্ধি পেতে পারে কিন্তু ব্যাংকিং তথ্য বিপরীতই জানাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের Banking Statistics Report অনুযায়ী, গত ৮–১০ মাসে নতুন করে ১০,৯২৮টি কোটিপতি অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। জুন ২০২৫ পর্যন্ত কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৩৬-এ।

 

বিশেষ করে উদ্বেগের বিষয় হলো, নতুন কোটিপতির ৮৭% বয়স ৩০ বছরের কম এবং প্রায় ২ হাজারেরও বেশি কোটিপতি এখনও পড়াশোনা শেষ করেননি। এই তথ্য প্রশ্ন তোলে কারা এই কোটিপতিরা, এবং কীভাবে তারা অস্বাভাবিকভাবে সম্পদ অর্জন করছে, যখন সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে।

 

  • ৩০ লাখ মানুষ চাকরি হারিয়েছে
  • বিদেশি বিনিয়োগ প্রায় শূন্য
  • ৮–১০ মাসে নতুন কোটিপতি ১০,৯২৮
  • ২ হাজারেরও বেশি কোটিপতি এখনও পড়াশোনা শেষ করেননি

     

অর্থনৈতিক এই বৈষম্য ও অস্বচ্ছ সম্পদ প্রবাহ সমাজে উদ্বেগ বাড়াচ্ছে। সতর্কতা, নিয়ন্ত্রক হস্তক্ষেপ এবং স্বচ্ছ নীতি প্রয়োজন, না হলে সাধারণ মানুষের সঙ্গে ধনী-স্বল্পসংখ্যক শ্রেণির ব্যবধান আরও বাড়বে, যা সমাজে স্থায়ী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

সব খবর