সর্বশেষ

রেমিটেন্সে ১০% কর

প্রবাসীদের ঘামঝরা আয়ে হাত দিচ্ছে ইউনূস সরকার

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ২৩:৫৫
প্রবাসীদের ঘামঝরা আয়ে হাত দিচ্ছে ইউনূস সরকার

প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তারা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে যে অর্থ দেশে পাঠান, সেটিই বছরের পর বছর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সচল রেখেছে। উন্নয়ন, আমদানি, এমনকি রাষ্ট্রীয় বাজেটের ভারসাম্য রক্ষাতেও এই রেমিটেন্স এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

কিন্তু সাম্প্রতিক সময়ের এক উদ্বেগজনক খবর জানাচ্ছে—ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রবাসীদের আয় বা রেমিটেন্সের ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনা করছে। অর্থাৎ, যাদের ঘামঝরা টাকায় দেশের অর্থনীতি এখনো টিকে আছে, সেই প্রবাসীদের আয়ের ওপরও সরকারের করের কুঠার নেমে আসছে।

 

এক সময় প্রবাসীদের উৎসাহ দিতে সরকার ২.৫ শতাংশ প্রণোদনা দিত। সেই প্রণোদনা ছিল প্রবাসীদের আত্মত্যাগ ও অবদানের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি। কিন্তু এখন সেই সুবিধা তুলে দিয়ে উল্টো ১০ শতাংশ কর বসানোর চিন্তা চলছে—যা প্রবাসী বাংলাদেশিদের প্রতি চরম অবিচার হিসেবে দেখা হচ্ছে।
 

বাংলাদেশের অর্থনীতি আজ চরম সংকটে। উৎপাদন কমেছে, বিনিয়োগ স্থবির, রপ্তানি আয় হ্রাস পেয়েছে, আর জনগণের ক্রয়ক্ষমতা কমে গেছে। অথচ এই অবস্থায় সরকার প্রবাসীদের ওপর কর বসানোর মতো পদক্ষেপ নিতে যাচ্ছে—যা অর্থনীতিকে পুনরুদ্ধার নয়, বরং আরও গভীর সংকটে ঠেলে দেবে।

 

দেশে যখন রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি আর নীতিহীনতা চলছে, তখনও প্রবাসীরা অক্লান্ত পরিশ্রম করে তাদের পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন এবং দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছেন। সেই মানুষদের আয়ের ওপর কর বসানো মানে হলো তাদের আত্মত্যাগকে অপমান করা।

 

দেশের অর্থনৈতিক সংকটের দায় প্রবাসীদের নয়। দায় তাদের, যারা দুর্নীতি, অপচয় আর ভ্রান্ত নীতিতে দেশকে আজ এই দুরবস্থায় নিয়ে এসেছে।
 

প্রবাসীদের ঘামঝরা আয়ে নয় জবাবদিহি চাই তাদের, যারা অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

সব খবর

আরও পড়ুন

রাজনীতির সার্কাসে সোনার বাংলায় নামিতেছে শীত, আতঙ্কের জনপদ

ব্যঙ্গ কলাম রাজনীতির সার্কাসে সোনার বাংলায় নামিতেছে শীত, আতঙ্কের জনপদ

রয়টার্সের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, বিদেশি সংবাদমাধ্যমকে হুমকি—বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনতা নতুন সংকটে

মতামত রয়টার্সের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, বিদেশি সংবাদমাধ্যমকে হুমকি—বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনতা নতুন সংকটে

দূষিত পানি খেয়ে মৃত্যুঝুঁকিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা

চট্টগ্রাম কারাগারে ভয়ংকর মানবিক সংকট দূষিত পানি খেয়ে মৃত্যুঝুঁকিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা

শেখ হাসিনার নীরব প্রত্যাবর্তন

রহমান বাঙ্গালি’র মতামত কলাম শেখ হাসিনার নীরব প্রত্যাবর্তন

নারীপ্রেমে উন্মত্ত জামায়াত: তিন শূন্যের মহাপরিকল্পনা

ব্যঙ্গ কলাম নারীপ্রেমে উন্মত্ত জামায়াত: তিন শূন্যের মহাপরিকল্পনা

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আওতায় হচ্ছে না নির্বাচন

মতামত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আওতায় হচ্ছে না নির্বাচন

শান্তির দেশে যুদ্ধের প্রস্তুতি কেন?

মতামত শান্তির দেশে যুদ্ধের প্রস্তুতি কেন?

পদ্মাসেতু ও মেট্রোরেলে নিরাপত্তা ঝুঁকি, সতর্ক নজরদারি জরুরি

মতামত পদ্মাসেতু ও মেট্রোরেলে নিরাপত্তা ঝুঁকি, সতর্ক নজরদারি জরুরি