সর্বশেষ

বলিউড থেকে বিশ্ব : ৬০-এও কিং খান শাহরুখের রাজত্ব অটল

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ২২:৫০
বলিউড থেকে বিশ্ব : ৬০-এও কিং খান শাহরুখের রাজত্ব অটল

আজ ২ নভেম্বর, বলিউডের কিং খান শাহরুখ খানের ৬০তম জন্মদিন। নয়াদিল্লিতে ১৯৬৫ সালে জন্ম নেওয়া এই তারকা তিন দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় রাজত্ব করে চলেছেন। প্রেম, আবেগ, অ্যাকশন ও সামাজিক বার্তা—সব ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করে তিনি হয়ে উঠেছেন ‘বাদশাহ অফ বলিউড’।

 

শাহরুখের অভিনয় যাত্রা শুরু হয় দিল্লির টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ ও ‘সার্কাস’ দিয়ে। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর ‘বাজিগর’, ‘ডর’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘দেবদাস’, ‘ভীর-জারা’—প্রেম, ট্র্যাজেডি ও অ্যান্টিহিরো চরিত্রে তিনি দর্শকদের মন জয় করেন। ১৯৯৫ সালের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তাকে প্রেমের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করে।

 

তবে শাহরুখ শুধু রোমান্সেই সীমাবদ্ধ থাকেননি। ‘স্বদেশ’ ও ‘চাক দে! ইন্ডিয়া’তে তিনি সামাজিক ও দেশাত্মবোধক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। অ্যাকশন ঘরানায় ‘ডন’ সিরিজ, ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় তার পারফরম্যান্স নতুন মাত্রা যোগ করে।

 

নায়িকা হিসেবে কাজল, মাধুরী, রানী, জুহি থেকে শুরু করে দীপিকা, ক্যাটরিনা, আনুশকা—সব প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গে সফল জুটি গড়েছেন তিনি। পরিচালকদের মধ্যে যশ চোপড়া, করণ জোহর, সঞ্জয়লীলা বানসালি, রাজকুমার হিরানী, ফারাহ খানসহ অনেকের সঙ্গে কাজ করে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি।

 

শাহরুখের জনপ্রিয়তা ভারতের গণ্ডি ছাড়িয়ে পৌঁছেছে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার নানা প্রান্তে। তার জন্মদিনে হাজারো ভক্ত ভিড় করেন মুম্বাইয়ের ‘মান্নাত’-এর সামনে। তার ফ্যান ক্লাব নিয়মিত আয়োজন করে চ্যারিটি ইভেন্ট, ক্যান্সার রোগী, বৃদ্ধাশ্রম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য।

 

নারীর প্রতি শ্রদ্ধা, বিনয়, মানবিকতা ও সততা শাহরুখকে শুধু অভিনেতা নয়, একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছে। তার নারী ভক্তের সংখ্যা অগণিত—কিশোরী থেকে বৃদ্ধা, সবাই তাকে ভালোবাসেন।

 

ব্যক্তিজীবনে শাহরুখ গৌরি খানকে ভালোবেসে বিয়ে করেন। তাদের তিন সন্তান—আরিয়ান, সুহানা ও আব্রাম। শাহরুখের মতে, তার জীবনের সবচেয়ে বড় অর্জন তার পরিবার। কাজের বাইরে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার সন্তানদের রক্ষা করতে হলে আমি চলন্ত গাড়ির সামনেও ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করব না।”

 

বিতর্ক তাকে ছুঁলেও, আত্মবিশ্বাস, পরিশ্রম ও মেধা দিয়ে তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন। ৬০ বছর বয়সেও তার যাত্রা থেমে নেই। বরং নতুন উদ্যমে তিনি এগিয়ে চলেছেন, ভক্তদের ভালোবাসা ও সিনেমার প্রতি অটল নিষ্ঠা নিয়ে।

 

শুভ জন্মদিন, শাহরুখ খান—আপনি শুধু একজন অভিনেতা নন, এক অনুপ্রেরণা।

সব খবর

আরও পড়ুন

জন্মভূমিতেই পুনর্বার বাস্তুচ্যুত, স্মৃতির ভাঙা ইটের ওপর জন্মদিন উদযাপন

জন্মশতবর্ষে ঋত্বিক ঘটক জন্মভূমিতেই পুনর্বার বাস্তুচ্যুত, স্মৃতির ভাঙা ইটের ওপর জন্মদিন উদযাপন

জন্মশতবর্ষে ঋত্বিক ঘটক : শ্রদ্ধাঞ্জলি

জন্মশতবর্ষে ঋত্বিক ঘটক : শ্রদ্ধাঞ্জলি

ঋত্বিক ও প্রতীতি জন্মশতবার্ষিকী

যমের দুয়ারে পড়ল কাঁটা ঋত্বিক ও প্রতীতি জন্মশতবার্ষিকী

‘সপ্তপদী’ দিয়ে পর্দা উঠছে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের

৩৯ দেশ, ২১৫ ছবি, ফোকাস কান্ট্রি পোল্যান্ড ‘সপ্তপদী’ দিয়ে পর্দা উঠছে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের

পালকি চড়ে ‘দম’-এর মহরতে হাজির পূজা চেরি

রেদওয়ান রনির নতুন যাত্রা পালকি চড়ে ‘দম’-এর মহরতে হাজির পূজা চেরি

সেলুলয়েডে শুরু, আগুনে বিস্মৃতি

হীরালাল সেন সেলুলয়েডে শুরু, আগুনে বিস্মৃতি

মৃত্যুর ২৯ বছর পর সালমান শাহ হত্যায় মামলা দায়ের

রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ মৃত্যুর ২৯ বছর পর সালমান শাহ হত্যায় মামলা দায়ের

কুচো মাছ, গরম রোদ আর প্রাণের আড্ডায় চঞ্চল-সীমাদের শুটিংয়ের দিনগুলো

ব্রাত্য বসুর ‘শেকড়’ কুচো মাছ, গরম রোদ আর প্রাণের আড্ডায় চঞ্চল-সীমাদের শুটিংয়ের দিনগুলো