সর্বশেষ

সভাপতি রেহনুমা, সাধারণ সম্পাদক সুমন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নতুন কমিটি গঠন

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নতুন কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক অন্যতম প্রথিতযশা সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেহনুমা শাহরীন। সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমন্ত সরকার অর্পণ।

 

 

মোট ৩৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মো. ইসরাত আবু তৈমুর, সহ-সাধারণ সম্পাদক নুজহাত জাহান নুহা, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন খান সিয়াম, দপ্তর সম্পাদক আবরার নাদিম মুমশাদ, সহ দপ্তর সম্পাদক তানজিলা আক্তার মীম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাফিউল আলিম আদিব, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিফাত আরা, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিয়া ফাহমিন, সহ প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক শরীফ খন্দকার, পাঠচক্র ও কর্মশালা বিষয়ক সম্পাদক খন্দকার ফারহান সাদিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুমাইয়া রুম্মান, জনসংযোগ বিষয়ক সম্পাদক মাহাথীর মোহাম্মদ। বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ২১ জন কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

 

বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ সংগঠনগুলোর একটি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ১৯৬০-এর দশকে প্রতিষ্ঠার পর থেকে চলচ্চিত্র সংস্কৃতি প্রসার, দর্শক সচেতনতা তৈরি এবং চলচ্চিত্র বিশ্লেষণ ও চর্চাকে স্মরণীয়ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সংগঠনটি। ডিইউএফএস বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সদস্য এবং বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্যও পরিচিত।

 

 

সংগঠনটির সবচেয়ে উল্লেখযোগ্য আয়োজন হলো ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। বাংলা ভাষার চলচ্চিত্রকে সাধারণ দর্শকের কাছে পরিচিত এবং আকর্ষণীয় করে তুলতে প্রতি বছর এ উৎসব আয়োজন করা হয়। ২০০২ সালে ভাষা আন্দোলনের ৫০ বছর উপলক্ষে প্রথম এ উৎসব শুরু হয় এবং ২০০৭ সাল থেকে এটি নিয়মিতভাবে ‘আমার ভাষার চলচ্চিত্র’ নামেই অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৭ সাল থেকে উৎসবের সেরা বাংলা চলচ্চিত্রকে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘হীরালাল সেন পদক’।

 

এ ছাড়া ডিইউএফএস ২০০৭ সাল থেকে আয়োজন করছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নির্মাতারা এই উৎসবে অংশ নেন। ২০১৭ সালের আসরে ৯৬টি দেশ থেকে জমা পড়েছিল ১৭০২টি চলচ্চিত্র। নির্বাচিত ২০০টি চলচ্চিত্র প্রদর্শিত হয় রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র, টিএসসি মিলনায়তন এবং স্টার সিনেপ্লেক্সে। উৎসবের সেরা চলচ্চিত্র ‘জহির রায়হান পদক’ এবং সেরা বাংলাদেশি চলচ্চিত্র ‘তারেক মাসুদ পদক’ পেয়ে থাকে।

 

 

চলচ্চিত্রচর্চা বিস্তারে ডিইউএফএস নিয়মিত আয়োজন করে পাঠচক্র, ফিল্ম ওরিয়েন্টেশন কোর্স, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স এবং সেমিনার। নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘ফিল্ম ফর ফ্রেশার্স’। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরাই মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে সংসদের সদস্য হতে পারেন।

 

জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোতে টিএসসি প্রাঙ্গণে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীও আয়োজন করে সংগঠনটি। নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করায় সংগঠনের চলমান কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সব খবর

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ‘স্মৃতির বিজয় ২০২৫’ আয়োজন

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ‘স্মৃতির বিজয় ২০২৫’ আয়োজন

সত্যের চলচ্চিত্র ও ভয়ের রাষ্ট্র

মতামত সত্যের চলচ্চিত্র ও ভয়ের রাষ্ট্র

নীরব অন্তর্দৃষ্টি ও সুরেলা বাস্তবতার এক চলচ্চিত্রকার

হীরেন নাগ নীরব অন্তর্দৃষ্টি ও সুরেলা বাস্তবতার এক চলচ্চিত্রকার

অনন্তযাত্রায় বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র

মুম্বাইতে শেষকৃত্য সম্পন্ন অনন্তযাত্রায় বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র

শাকিব খানের ‘প্রিন্স’-এ কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু

মুক্তি পাবে আগামী ঈদে শাকিব খানের ‘প্রিন্স’-এ কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু

‘চাঁদের আলো’ নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই

‘চাঁদের আলো’ নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই

ঋত্বিককে বাংলাদেশের ভালোবাসতেই হবে!

জন্মশতবর্ষে ঋত্বিক ঘটক ঋত্বিককে বাংলাদেশের ভালোবাসতেই হবে!

যাত্রাপালা থেকে রূপালি পর্দায় প্রথম লোককাহিনিনির্ভর বাংলা সিনেমার রেকর্ড গড়া পথচলা

৬০ বছরে ‘রূপবান’ যাত্রাপালা থেকে রূপালি পর্দায় প্রথম লোককাহিনিনির্ভর বাংলা সিনেমার রেকর্ড গড়া পথচলা