গত সাত মাসে শিশু যৌন নির্যাতনের আশঙ্কাজনক বৃদ্ধি, শিশু অধিকার সংগঠনগুলোর গভীর উদ্বেগ
বাংলাদেশে শিশু যৌন নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৫ সালের প্রথম সাত মাসে শিশু ধর্ষণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যানকে ‘গভীর উদ্বেগজনক’ আখ্যা দিয়ে যৌথভাবে বিবৃতি দিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
৭ মাসে ২৫৯ শিশু খুন, বেড়েছে নির্যাতন
বাংলাদেশে চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) ২৫৯ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, এ সময় ৬৪০ শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ধর্ষণের শিকার শিশু ছিল ৩০৬ জন, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।